চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্ভোদন করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি এই ক্যাম্পেইন উদ্ভোদন করেন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে বেশ নারী-পুরুষের উপস্থিতি লক্ষ করা গেছে৷ সবার মধ্যেই টিকা নেয়ার আগ্রহ রয়েছে। প্রধান অতিথি এমপি ছেলুন বলেন, বর্তমানে গ্রামের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
আমাদের জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে গ্রাম-গঞ্জেও টিকা পৌঁছে দিয়েছেন। টিকার কোন ঘাটতি থাকবেনা৷ সবাইকে টিকার আওতায় আনবে এই আ.লীগ সরকার। টিকা নিশ্চিত করা না গেলে কোনোভাবেই মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব হবে না। এখন টিকা নেওয়ার বিষয়ে সবার মাঝেই আগ্রহ লক্ষণীয়। টিকা কেন্দ্রগুলোতে ব্যাপক ভীড়ই বলে দিচ্ছে সবাই এখন টিকা নিতে আগ্রহী। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, চুয়াডাঙ্গায় জেলায় ১১৯ টি বুথ এবং ৫৩ টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ২৫ বছরের উর্দ্ধে ২৪ হাজার নারী-পুরুষকে প্রথম ডোজের টিকা দেয়া হবে। জেলার প্রতিটি ইউনিয়নে দিনে তিনটি ওয়ার্ডের জন্য একটি করে টিকাকেন্দ্র পরিচালনা করা হচ্ছে। সেখানে তিনটি বুথ থাকবে। পৌরসভার ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে একটি করে টিকাকেন্দ্র টিকার কার্যক্রম চলছে। আজকে জেলায় ২৪ হাজার নারী-পুরুষের মাঝে টিকা দেয়া হবে। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফাতেহ আকরাম, বিএমএ’র চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডাক্তার মার্টিন হীরক চৌধুরী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ প্রমুখ।