চুয়াডাঙ্গায় ভোটার তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কাল থেকে

হালনাগাদ ভোটার তালিকার কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলায় নতুন ভোটার তালিকা প্রণয়ন এবং ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম কর্তন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সারাদেশব্যাপী ভোটার তালিকা হালানাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করেছে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ১৭৯ জন। নতুন ভোটার তালিকা হালনাগাদ ও মৃত ভোটারদের নাম কর্তন করতে মোট তথ্য সংগ্রহকারী ১৩০ জন এবং সুপারভাইজার ২৭ জন। তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে ২০ জানুয়ারি থেকে এবং শেষ হবে ৩ ফেব্রুয়ারি। রেজিস্ট্রেশননের সম্ভাব্য তারিখ ২৮ ফেব্রুয়ারি হতে ৭ এপ্রিল পর্যন্ত। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি পূর্বে এবং যারা ভোটার হয়নি তাদেরকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। একই সাথে মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে নাম কর্তন করা হবে। ২৮ ফেব্রয়ারি হতে ৭ এপ্রিল পর্যন্ত প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় তারিখ জানিয়ে দেয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রমে জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (পিপিএম-সেবা), জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম, সাইফুল্লাহ এবং সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রমে চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়নের সকল সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কার্যকমে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রশিক্ষণটির উদ্বোধন ঘোষনা করেন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।