চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মুড়ি কারখানাসহ নিত্যপ্রয়োজনীয় পন্যের প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সনদ না থাকায় মুড়ির মিল ও মেয়াদোত্তীর্ন ওষুধ সংরক্ষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও আকুলদিয়ায় এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। আইনশৃঙ্খলায় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি টিম। অভিযান সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও আলুকদিয়া বাজার এলাকায় পাইকারী ও খুচরা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় হাতিকাটায় মেসার্স ইনসাফ অয়েল এন্ড মুড়ি মিলে তদারকির সময় সনদ গ্রহণ ব্যতিত ব্যবসা পরিচালনা করার প্রমাণ পাওয়া যায়। এতে প্রতিষ্টানের স্বত্বাধিকারী মো: আবুল হাসানকে ভোক্তা অধিকার হয়নি নগত ১০ হাজার টাকা জরিমানা করা হয়ে। অপরদিকে, মেসার্স হারুন ফার্মেসীতে তদারকির সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো: শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, সনদ না থানায় মুড়ি মিলকে ১০ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে ফার্মেসি মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং দ্রুততম সময়ে সনদ হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।