চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বড়বাজার নিচের বাজারে দুই ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। বিজ্ঞপ্তিতে জানা গেছে, চুয়াডাঙ্গা বড়বাজার নিচের বাজারে পাইকারী ও খুচরা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করার অপরাধে শেখ বারেক স্টোরের মালিক মো. আব্দুল বাসিত শেখকে ২ হাজার ও মেসার্স জেএস স্টোরের মালিক মো. সানোয়ার হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অন্যান্য মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।