স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণইফতারিসহ বিভিন্ন হত্যা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার গণইফতারী অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গার সরকারি কলেজ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ মিনারের পাদদেশে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা পথচারীদের কেউ গণইফতারিতে আমন্ত্রণ জানান। গণইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজীব, মাহবুবুর রহমান আকাশ, ফাহিম উদ্দিন মুভিন, প্লাবন, তাসলিম আল মাহম্মদ, নুসরাত জাহান রোজা, সিরাজুম মুনিরা, তাসনিয়া আফসিনসহ আরও অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, ‘গত বছর এই ইফতার আয়োজনেও স্বৈরাচারীদের বাধার মুখে পড়তে হয়েছিল। আমরা স্বৈরাচার মুক্ত হতে পেরেছি, কিন্তু এখনো আদর্শিক বাংলাদেশ গড়তে পারিনি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ তারা আরও বলেন, ‘ভবিষ্যতে বেকারত্ব দূর করে সুশাসন নিশ্চিত করতে হবে, যাতে দেশ এগিয়ে যেতে পারে।’ দোয়া ও গণ ইফতার মাহফিল শেষে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক হুশিয়ারি বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে দাবি তোলা হয় সকল অপরাধমূলক বিষয়ে প্রকৃত দোষীদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।