চুয়াডাঙ্গায় বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ডেঙ্গি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা আরও ৩ জন বেড়েছে। এ নিয়ে গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। এর মধ্যে গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৫ জন। চুয়াডাঙ্গায় এডিস মশা নিধনে উল্লেখযোগ্য পদক্ষেপ গতকালও পরিলক্ষিত হয়নি। তেমন তথ্যও মেলেনি। অপরদিকে দেশের রাজধানীসহ অন্যান্য এলাকার মত চুয়াডাঙ্গাতেও ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা দেয়ার জন্য ২০টি শয্যা রাখা হয়েছে। একজন মেডিকেল অফিসারকে বিশেষভাবে নিযুক্ত করার তথ্য জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসা ডা. ফতেহ আকরাম দোলন। তিনি বলেছেন, গতকাল ২৪ ঘণ্টায় নতুন ৩ জন ডেঙ্গি বা ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। ভর্তিকৃত রোগীর সংখ্যা ১১ জন। মোট ভর্তি রোগীর মধ্যে এনএসআই কিট প্রয়োগ করতে হয়েছে ১৫ জনের শরীরে। এ কিট বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মজুদ রয়েছে ৮শ’ ৪১। সেলাইনও রয়েছে ৮শ’ ৩০টি।

 

Comments (0)
Add Comment