স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা মতবিনিময় সভাটি আয়োজন করে। ক্যাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবরের সভাপতিত্বে মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাক মোহাম্মদ জহিরুল ইসলাম।
সভায় সবার সহযোগিতায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সোয়াবিন তেল বিষয়ে সমতা এসে যাবে। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু কিনবো। আমরা নিজেরা নিজেদেও কৃত্রিম সংকট তৈরী করছি। বাজারে সুলভ মূল্যে ডিম, মাংস ও মুরগী বিক্রির উদ্যোগ নিয়েছি। আপনারা উদ্যোগ নেন। ব্যবসায়ীদের লাভ কম করতে হবে। আমরা চাই আসল জিনিস কিনতে। নির্ভেজাল জিনিস কিনতে চাই। যার যার দায়িত্ব পালন করবেন। প্রশাসনের ওপর ছেড়ে দিলে হবে না। সবাই মিলে চেষ্টা করি। যাতে বাজার স্থির থাকে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হবে। তিনি আরও বলেন, বাজারে কোন ব্যবসায়ী কৃত্রিম সংকট কাজে লাগিয়ে পণ্যের দাম বৃদ্ধি করলে আইনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। রমজান মাসে কোন খাদ্য পণ্য ভেজাল করলে কঠোর শাস্তি পেতে হবে ব্যবসায়ীদের। সবাইকে সততার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানাই। সেই সাথে বাজার মনিটরিং বাড়ানো হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. কামরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, নিরাপদ খাদ্য বিষয়ক কর্মকর্তা সজীব পাল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, চেম্বারের প্রতিনিধি নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, জেলা পরিবেশক সমিতির সভাপতি মাসুদুর রহমান ও ভোক্তা হাবিবি জহির রায়হান বক্তব্য রাখেন। ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের অনুষ্ঠান পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষাবিদ ও ছাত্র-জনতা। উপস্থিত বক্তারা মতবিনিময়কালে মত প্রকাশ করেন যে, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদে বাজারে ভেজাল খাবার, খাবারের মূল্য ও আমদানী রপ্তানিসহ বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণ করতে নিয়মিত বাজার মনিটরিং করাসহ সকলে নিজেদেরকে পাল্টে ফেলি আজ থেকে সবাইকে ভালো মানসিকতায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।