স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ডা. জিন্নাতুল আরার সভাপতিত্বে আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের ডাক্তারগণ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ চুয়াডাঙ্গার প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা মফিজুর রহমান মনা, তুহিন হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামিম রেজা।