চুয়াডাঙ্গায় প্রতারণার অভিযোগে যশোরের বিল্লাল গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শেখ বেল্লাল হোসেন বিল্লাল নামের একজনকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আকন্দবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গতকালই তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন প্রতারণার স্বীকার এক গৃহবধূ। গ্রেফতারকৃত শেখ বেল্লাল হোসেন বিল্লাল (৪৫) যশোর জেলার কেশবপুর থানাধীন বরণডালী গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, শেখ বেল্লাল হোসেন বিল্লাল ও তার সহযোগী নিজেদের সমাজসেবা অফিসের কর্মকর্তার পরিচয় দিয়ে কৌশলে গ্রামের সহজসরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের এক গৃহবধূর কাছ থেকে প্রতিবন্ধী ভাতা করে দেয়ার নাম করে কৌশলে ৬ হাজার টাকা হাতিয়ে নেয় বিল্লাল ও তার এক সহযোগী। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। এর আগে পালিয়ে যায় বিল্লালের সহযোগী। সেখান থেকে বিল্লালকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। পরে রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।