চুয়াডাঙ্গায় পৌঁছেছে চীনের সিনোফার্মের টিকা, পাবেন ১৭ হাজার ৬শ মানুষ

স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের ১৭ হাজার ৬শ  ডোজ টিকা পৌঁছেছে। শুক্রবার (০৯ জুলাই) সকাল সাড়ে ৯ টায় গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধির মাধ্যমে করোনার টিকাবাহী গাড়ি চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মীরা গাড়ি থেকে টিকা নামিয়ে নির্দিষ্ট কক্ষে সংরক্ষণ করেন।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতিনিধি তসলিম উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার সকালে চীনের সিনোফার্মের ৮ হাজার ৮শ ভায়াল টিকা চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। পরে সেগুলো জেলা স্বাস্থ্য বিভাগ সংরক্ষণ করে রাখে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, শুক্রবার সকালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির মাধ্যমে চীনের সিনোফার্মের ৮ হাজার ৮শ ভায়াল টিকা জেলা স্বাস্থ্য বিভাগের নিকট পৌছেছে। টিকাগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ভায়াল থেকে দুজনের শরীরে প্রয়োগ করা হবে। জেলায় মোট ১৭ হাজার ৬শ জন মানুষ এই টিকা পাবেন।
Comments (0)
Add Comment