আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠত্বে আলমডাঙ্গা থানা পুলিশের জয়জয়কার। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান, শ্রেষ্ঠ ইন্সপেক্টর আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক আজগর আলী, জেলার শ্রেষ্ঠ এসআই কাজী সামসুল আলম, জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার বড়গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বারব আলী, জেলার শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার তিওরবিলা ক্যাম্পের এসআই সুকান্ত দাস, জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল অফিসার এএসআই আসাদুল হক নির্বাচিত হয়েছেন। আলমডাঙ্গা থানা ৬ জন অফিসার একবারে শ্রেষ্ঠত্বের গৌরব ছিনিয়ে নিয়ে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছেন। থানা পুলিশের মাঝে উৎফুল্ল পরিবেশ বিরাজ করছে। এ খুশির আমেজ ছড়িয়েছে আলমডাঙ্গা শহরাঞ্চলেও।
বিশেষ কল্যাণ সভায় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম- সেবা) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ^াস, দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীরসহ জেলা পুলিশের অফিসারবৃন্দ।
ডিআইজি মো. রেজাউল হক বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সুদীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সাথে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পুলিশকে জনবান্ধব করতে এবং পুলিশের মধ্যে বিদ্যমান অসঙ্গতি দূর করতে ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উত্তম পুলিশি সেবা দিয়ে তা দূর করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। জনগণের সাথে মিশে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য পেশাদারিত্ব, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, এ পুরষ্কার আনন্দের পাশাপাশি দায়িত্বও বাড়িয়ে দিয়েছে। রাষ্ট্রীয় দায়িত্ব ও সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নাগরিকের বিশ্বাস ও আস্থার মর্যাদা রক্ষায় আমরা সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি।