চুয়াডাঙ্গায় পিকাপের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ায় ওই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস ওই এলাকার মৃত আজিম শেখের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহসপতিবার বিকেলে বাড়ির সামনে বাইসাইকেল যোগে রাস্তা পার হচ্ছিলেন আব্দুল কুদ্দুস। এসময় দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা শহরের অভিমুখে আসা একটি কলা বোঝাই সবুজ রঙের পিকাপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পিকাপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহতের আব্দুল কুদ্দুসের স্ত্রী হাসি বেগম জানান, আমার স্বামী কাঠমিস্ত্রি। দুপুরের খাবার খেয়ে বাইসাইকেল নিয়ে আবারও কাজে যাচ্ছিলেন তিনি। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, পিকাপটি আটক করার চেষ্টা চলছে।

 

Comments (0)
Add Comment