স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নতুন ৫ জন করোনা ভাইরাস আক্রান্ত তথা কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে রোববার ১৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ১৪ জনের নেগেটিভ হলেও পজেটিভ পাওয়া গেছে ৫ জন। এদের মধ্যে দামুড়হুদা উপজেলার ৩ জন ও চুয়াডাঙ্গা সদর উপজেলার ২ জন। রোববার সুস্থতার ছাড়পত্র পাননি একজনও। ফলে জেলায় মোট সুস্থ পূর্বের সংখ্যা তথা ১ হাজার ৪শ ৯ জনই রয়েছেন। নতুন ৫ জন দিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ হাজার ৫শ ১৬ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক কথা হাসপাতালে আইসোলেশনে ছিলেন ১০ জন, বাড়িতে ছিলেন ৫৬ জন। রোববার যে ৫ জন করোনা ভাইরাসজনিত রোগে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন তাদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা শহরের বড় বাজারের ১জন, সদরের ছোট শলুয়ার ১জন, দামুড়হুদা উপজেলার চারুলিয়ার ১ জন, কার্পাসডাঙ্গার ১ জন, হুদাপাড়ার ১জন।
উল্লেখ্য, বৈশি^ক মহামারি নোভেল ভাইরাস করোনার প্রকোপে বিশ^ অস্থির। দেশে কিছুদিন করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা হ্রাস পেলেও আসন্ন শীতে আবারও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের এ অভিমতের প্রেক্ষিতে সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পুনঃপুনঃ অনুরোধ জানানো হয়েছে।