চুয়াডাঙ্গায় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। গত পরশু মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার ডিঙ্গেদহ টাওয়ারপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গতকালই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত পরশু মঙ্গলবার দিনগত রাত পৌনে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের টাওয়ার পাড়ায় অভিযান চালান। অভিযানকালে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ আটক করা হয় দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মৃত জলবক্স ম-লের ছেলে বিশারত আলী (৫৫), সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারপাড়ার আক্তার মোল্যার ছেলে মিলন মোল্যা (৩২), ডিঙ্গেদহ মানিকদি পাড়ার মৃত ফকির চাঁন মন্ডলের ছেলে সোহরাব (৫৮), মৃত সৈয়দ আলীর ছেলে রিপন হোসেন (৩৫), মৃত আহম্মেদের ছেলে আহসান (৪২) ও মৃত আছির উদ্দিন মন্ডলের ছেলে খোকন (৫০)। এ সময় উদ্ধার করা হয় নগদ ৩ হাজার ২৫০ টাকা। আটককৃত ৬ জনকে জুয়া আইনে মামলাসহ গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments (0)
Add Comment