স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দুর্গাপূজার উৎসবে অতিরিক্ত মদপানে চারজন অসুস্থের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকার দুলাল আলীর ছেলে হৃদয় (২৬), একই এলাকার সম্রাট (২৬), আব্দুস সালাম (২৮) ও মানিক দাস (২৪)। কর্তব্যরত চিকিৎসা তাদের অবস্থা গুরুতর হওয়ায় চারজনকেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। এরমধ্যে মানিক দাস হাসপাতালে ভর্তি থাকলেও বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন বলেন, পূজার সময় এরা অতিরিক্ত মদ্যপান করেছে। পরে অসুস্থ হলে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
অপর দিকে, চুয়াডাঙ্গা জেলাজুড়ে ১১৭টি পূজাম-প থেকে শুক্রবার বিকেলে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় প্রতিমাগুলো চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা, ভৈরব ও কুমারসহ বিভিন্ন নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেছি। তাদের সবার অবস্থা গুরুতর।