চুয়াডাঙ্গায় দীর্ঘ একমাস বন্ধের পর কাল থেকে চুয়াডাঙ্গায় আদালতের কার্যক্রম শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় দীর্ঘ একমাস বন্ধ থাকার পর কাল সোমবার থেকে পুনরায় আদালতের কার্যক্রম শুরু হচ্ছে। আজ রোববার দুপুরে বিশেষ জরুরি সভা শেষে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন এই ঘোষণা দেন। তিনি বলেন, ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চলবে।

ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান এবং  নাজির মো. মাসুদজ্জামান ও বেঞ্চ সহকারী জহুরুল ইসলাম নামের দুইজন কর্মচারীর জেলার বাইরে বদলীর দাবিতে গত ১৮ মার্চ আইনজীবীরা অনির্দিষ্টকালের আদালত বর্জন কর্মসূচির ডাক দেয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান সম্প্রতি ময়মনসিংহে সাইবার ট্রাইব্যুনালে জেলা জজের পদ মর্যাদায় বদলী হয়েছেন।

এদিকে আজ রোববার দুপুরে নবাগত জেলা ও দায়রা জজ জিয়া হায়দারের সঙ্গে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ  বৈঠক করেন। অভিযুক্ত দুই কর্মচারীকে সাময়িকভাবে ছুটিতে পাঠানোর আশ্বাসে সোমবার থেকে আদালতের কার্যক্রমে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়।  এসময় বারের সেক্রটারী তালিম হোসেন সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান ও এমএম শাহজাহান মুকুল, সাবেক সেক্রেটারী এসএম রফিউর রহমান, শহিদুল হক, মারুফ ছরোয়ার বাবু, নাজমুল হাসান লাভলু, মানি খন্দকার ও মনিবুল হাসান পলাশ বক্তব্য রাখেন।

Comments (0)
Add Comment