স্টাফ রিপোর্টার: ইউপি আওয়ামী লীগের সভাপতিসহ ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত পরশু মঙ্গলবার দিনগত রাত ১২টা পর্যন্ত জেলার আলমডাঙ্গা, দামুড়হুদা ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-জেলার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের মরহুম হায়াত আলীর ছেলে হারদি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেন (৫৮), একই উপজেলার আঠারোখাদা গ্রামের মনিরুল ইসলামের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইবনে সাঈদ লিমন (৩২), দামুড়হুদা উপজেলার নতিপোতা মাঝের পাড়ার মরহুম মছদিল হোসেনের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক (৫৮), দর্শনা হরিশচন্দ্রপুর গ্রামের করিম মন্ডলের ছেলে আওয়ামী লীগের সমর্থক মওলা বক্স (৫৪), একই থানার রমজান আলীর ছেলে ওসমানপুর (বেদেপোতা) গ্রামের আওয়ামী লীগের সমর্থক সালাম (৩৫), সড়াবাীয়া গ্রামের মরহুম মজিবর শাহের ছেলে আওয়ামী লীগের সমর্থক শাহাবদ্দিন বদ্দি (৪২), দর্শনা থানার পীরপুরকুল্লা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আওয়ামী লীগের সমর্থক আসকার (৪৬)। মওলা বক্স, সালাম, শাহাবদ্দিন (বদ্দি), আসকার প্রত্যেকেই দর্শনা থানার বাসিন্দা। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার ৪টি থানায় বিস্ফোরক উপাদানবলী ৩/৬ ধারা ও হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা সকলেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।