চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় চা দোকানি নিহত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আব্দুল জব্বার (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দার পাড়ার মৃত বোরহান উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা জেলা শহরের একাডেমি মোড়ের চা দোকানি আব্দুল জব্বার রাতে বড় বাজার থেকে মালামাল কিনে দোকানে ফিরছিলেন। এ সময় হোটেল শাহিদ প্যালেসের সামনে একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন জব্বার। পরে পিছন থেকে আসা ঝিনাইদহগামী পণ্যবাহী একটি ট্রাক (যশোর-ট-১১-২৪৫৪) তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান আব্দুল জব্বার। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Comments (0)
Add Comment