স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেছেন, প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে পথসভার মাধ্যমে প্রচার করতে হবে। কর্মসূচির পরিবর্তন হয়েছে আগামী ১৭ জানুয়ারি দুপুর ২টায় চুয়াডাঙ্গা টাউন মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। টাউন মাঠে জুম্মার নামাজ আদায় করা হবে। হ্যান্ডবিল, পোস্টার বিলি করার ওপর তিনি গুরুত্ব প্রদান করেন। ইউনিয়ন ইউনিয়নে ১০ তারিখের পর থেকে মাইকিং করার জন্য নির্দেশ প্রদান করা হয়। সম্মেলন ড্রোন ও ক্যামেরার মাধ্যমে সম্প্রচার করা হবে। এ ক্ষেত্রে প্রচার বিভাগ ভূমিকা রাখবে। গতকাল বুধবার বিকেলে পৌর জামায়াতের কার্যালয়ে জেলা কর্মপরিষদ থানা আমীর ও সেক্রেটারিদের নিয়ে প্রস্তুতসভায় এসব কথা বলেন তিনি। জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ রাসেল ও আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহম্মেদ, জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হক, মাওলানা ইসরাইল হোসেন, অধ্যাপক খলিলুর রহমান, কামাল উদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মহি উদ্দিন, আলতাফ হোসেন, নূর মোহাম্মমদ হোসাইন টিপু, দারুস সালাম, মাসুম বিল্লাহ, মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হীরক। সভায় জেলার ৮টি সাংগঠনিক থানার সকল আমির ও সেক্রেটারিগণ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার বিভাগের সদস্য সচিব সাবেক জেলা সভাপতি হুমাউন কবীর। থানা আমীরগণ জরুরি কর্মপরিষদ সভায় কর্মী সম্মেলনের প্রস্তুতির বিষয়ে অবহিত করেন।