চুয়াডাঙ্গায় জামায়াতের আমিরের আগমন উপলক্ষ্যে দর্শনায় স্বাগত মিছিল

দর্শনা অফিস: আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা টাউন মাঠে জেলা জামায়াতের কর্মী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে ও কেন্দ্রীয় আমিরের আগম উপলক্ষ্যে দর্শনায় স্বাগত মিছিল ও সভা করেছে পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। গতকাল শনিবার বাদ আছর দর্শনা পুরাতন বাজার মোড় থেকে স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণচাঁদপুর মসজিদের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্তসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্বাগত মিছিলের নেতৃত্বদানকারী চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের। মিছিলে আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম, দর্শনা পৌর আমির, সাবেক পৌর কমিশনার সাহিকুল আলম অপু, নায়েবে আমির গোলজার হোসেন, সেক্রেটারি দবির উদ্দীন, কুড়ুলগাছি ইউনিয়ন আমির সাদেকীন, দর্শনা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম, আমজাদ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দর্শনা সরকারি কলেজ শাখার সেক্রেটারি সাব্বির হোসাইন বাঁধন প্রমুখ।