চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে প্রথমবারের মতো আজ উদ্বোধন হচ্ছে ত্রি-জেলা গরু মেলা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে প্রথমবারের মতো আজ উদ্বোধন হচ্ছে ব্যতিক্রমী ত্রি-জেলা গরু মেলা-২০২৩। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক বা. মোহাম্মদ রেয়াজুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজ শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে দুই দিনব্যাপী এ ত্রি-জেলা গরু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। চোখ ধাঁধানো ও জমকালো আয়োজনের এ ত্রি-জেলা জেলা গরু মেলার আহ্বায়ক চুয়াডাঙ্গার স্বনামধন্য তাজউদ্দিন এগ্রোর স্বত্বাধিকারী সার্জেন্ট অবসরপ্রাপ্ত হাজ্জাজ আলী জানান, মেলায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার রেজিস্ট্রেশনভুক্ত খামারিদের গরু প্রদর্শন, বিক্রি ও স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। তিনি আরও বলেন, এ তিন জেলা থেকে ইতিমধ্যেই মেলায় ২৫২টি গরুর রেজিস্ট্রেশন ভুক্ত করা হয়েছে। এ সময় মেলার মাঠে উপস্থিত ছিলেন সোহেল রানস এন্ড এগ্রো প্লাস লিমিটেডের স্বত্বাধিকারী সোহেল রানা, চুয়াডাঙ্গার চৌধুরী এগ্রো লিমিটেডের রাকিব চৌধুরী, কুষ্টিয়ার বাপ্পি এগ্রো লিমিটেডের স্বত্বাধিকারী নেয়ামুল ইসলাম বাপ্পি ও মেহেরপুর এগ্রো লিমিটেডের স্বত্বাধিকারী হীরা সহ তিন জেলা থেকে আগত খামারিগণ।