স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চালের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জেলা শহরের স্টেশন সংলগ্ন চালের আড়তপট্টিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চালের মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয়-বিক্রির রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় দুটি প্রতিষ্ঠানে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ-প্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স আল আমিন চাউল ঘর ১ হাজার টাকা ও মেসার্স হাবিবুর চাউল ঘর ৩ হাজার টাকা। এ সময় সজল আহমেদ বলেন, চালের মূল্য বৃদ্ধি বা কারসাজির বিরুদ্ধে সরকারি নির্দেশনা অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান অব্যাহত আছে। অবৈধভাবে মূল্য বৃদ্ধি বা কারসাজির সাথে যদি কোন মিল মালিক বা আড়তদার জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সাধারণ মানুষের স্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।