স্টাফ রিপোর্টার: করোনা রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জন। ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ কোভিড-১৯ পজেটিভ রোগী ছিলেন। গত ১০ ফেব্রুয়ারি তিনি মারা যান। এদিকে গতকাল নতুন ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। গতকাল পূর্বের ২৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে সকলেরই কোভিড-১৯ নেগেটিভ হয়েছে। এছাড়া গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট ৪ হাজার ৫শ ৮৫ জন কোভিড-১৯ প্রতিরোধক ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।
চুয়াডাঙ্গায় গতকাল ভ্যাকসিন নিয়েছেন ৮শ ৯৯জন। এর মধ্যে সদর উপজেলার ৩শ ১৯, জীবননগর উপজেলার ১শ ১০, আলমডাঙ্গা উপজেলায় ২শ ও দামুড়হুদা উপজেলার ২৭০ জন ভ্যাকসিন নেন। গতকাল বিকেল পর্যন্ত ভ্যাকসিন নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন মোট ৮ হাজার ৩শ ১৯জন। যার মধ্যে গতকালের ৮৯৯ জনসহ মোট ভ্যাকসিন নিয়েছেন ৪৫৮৫ জন। অপরদিকে গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত কোভিড-১৯ পজেটিভ রোগী একজনও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছিলেন না। হোম আইসোলেশনে ৪ জনের মধ্যে রেলপাড়ার দুজনের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়নি। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। একজন রয়েছেন ঢাকায়।
প্রসঙ্গত: চুয়াডাঙ্গায় গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ১ হাজার ৬শ ৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬শ ১২জন। চুয়াডাঙ্গায় মারা গেছেন ৪৪জন। চুয়াডাঙ্গার আরও ৫জন ঢাকায় মারা গেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ মারা গেছেন চুয়াডাঙ্গা চক্ষু হাসপাতালপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। তিনি চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষার নমুনা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।