স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কমলেও ঘণ কুয়াশায় বেড়েছে জনদুর্ভোগ। গত দুইদিনে জেলার তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। গভীররাত থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। ২০/৩০ মিটার দুরের কোনো কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। রাস্তা ঘাট ভিজে গেছে। জনদুর্ভোগে পড়েছে লাখো মানুষ। দিনের বেলায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। গতকাল রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন ছিলো ১৮ ডিগ্রি সেলসিয়াস। এভাবে গত কয়েক দিনে তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ছিলো সর্বশেষ শৈত্যপ্রবাহের সময়।
এদিকে, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, আকাশে মেঘ থাকার কারণে তাপমাত্রা বেড়েছে। পশ্চিম দিক থেকে আসা মেঘের কারণে উত্তরের হিমেল বাতাস বাধাগ্রস্ত হয়ে শীতের তীব্রতা কমেছে। তবে, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে মেঘ কেটে গিয়ে আবহাওয়া আবারও পরিবর্তিত হতে পারে এবং তাপমাত্রা কমে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামবে।
এদিকে, তাপমাত্রার এই পরিবর্তনে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। রাস্তায় হালকা পোশাক পরে চলাফেরা করা শ্রমিকরা জানান, আগের দিনের তীব্র শীতের কারণে কাজ করতে কষ্ট হচ্ছিলো, তবে বর্তমানে আবহাওয়া সহনীয় হওয়ায় কাজ করা সহজ হয়েছে। কৃষকরা জানান, শীত কমে যাওয়ায় মাঠে কাজ করতে সুবিধা হচ্ছে, তবে আবার ঠাা পড়বে কিনা, তা নিয়ে চিন্তা রয়েছে। শীতের তীব্রতা কমে যাওয়ায় শীতের কাপড়ের বিক্রি কমে গেছে। ব্যবসায়ীরা জানান, কয়েকদিন আগে শীতের পোশাক বিক্রি হলেও বর্তমানে মানুষ হালকা পোশাকেই স্বস্তি পাচ্ছেন, যার ফলে বিক্রিতে ধীরগতি দেখা যাচ্ছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে; সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। গতকাল রোববার ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী দুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনে সামান্য কমতে পারে। পরদিন মঙ্গলবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শুরুতে তাপমা কমতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, চুয়াডাঙ্গায় নাগরিক পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গার এরশাদ মঞ্চ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। চুয়াডাঙ্গার কৃতি সন্তান আজারবাইজান প্রবাসী কামাল জোয়ার্দ্দারের সহযোগিতায় নাগরিক পরিষদ এ আয়োজন করে। আলমডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক মোল্লা গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. তৌহিদ হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের সদস্য সচিব সহকারী অধ্যাপক শেখ সেলিম, চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের সদস্য অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, লাভলু রহমান, লিটু বিশ্বাস, বাড়াদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সমাজ সেবক আনিসুজ্জামান জম। এচাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, সমাজ সেবক জহরুল ইসলাম, জাহিদুজ্জামান জিসান, তরিকুল ইসলাম প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে প্রধান উপদেষ্টার ত্রাণ ভা-ারের কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে ইউনিয়নে বসবাসকারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ট্যাগ অফিসার আতিকুর রহমান প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘এসো দূর করেছি তার তো মানুষের কষ্টের কালো রাত তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত’ সেøাগানে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নীলমণিপাড়া বিএনপি’র অফিসের সামনে থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শ্যামপুর ইউনিয়ন বিএনপি নেতা ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্মআহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন শ্যামপুর ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাসেম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু। জেলা সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন বিএনপি নেতা শামসুর রহমান সুইট, আমিরুল ইসলাম, মিলন হোসেন, মিয়াজুল ইসলাম, সাহারুল ইসলাম, কালাম হোসেন, মোমিনুল ইসলাম, খোকন হোসেন, আব্দুল মান্নান, আব্দুল জলিল সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।