চুয়াডাঙ্গায় ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে ঈদ উপহার প্রদান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে ঈদ উপহার প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে দুস্থ, গরিব, অসহায় ও অধিকার বঞ্চিত প্রায় শতাধিক মানুষের মধ্যে নগদ টাকা ও ঈদ সামগ্রী তথা ঈদ উপহার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নাজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব রেজাউল ইসলাম পাহাড় মিয়া। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা প্রধান উপদেষ্টা হাজি শেখ পিয়ার মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন অনন্যা ফুডের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. সাইজুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক মাওলানা মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. শফিউল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মো. আলিমুজ্জামান মোহাম্মদ আল আমিন সোহাগ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মেহেদী হাসান শাহিন।