স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে ঘরোয়া ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পহেলা রমজান উপলক্ষে ছোট পরিসরে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ ও ১১ মার্চ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি সম্পর্কে আলোচনা ও কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে সদর উপজেলার ইটভাটা মালিকগণের উপস্থিতিতে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মোতালেব।