চুয়াডাঙ্গায় আলোচনাসভা : বাস মালিক-শ্রমিকদের সরকারি নির্দেশনা মেনে চলার তাগিদ 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন ‘প্রতিদিন মোট যে পরিবহন আছে, তার অর্ধেক চালু করতে করতে। স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালাতে হবে। বাস মালিক-শ্রমিকদের সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।’ গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সড়ক পথে চলাচলের ক্ষেত্রে করণীয় নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক এসব কথা বলেছেন।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া আফরীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আরাফাত রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রতœা, আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দীন মুক্তা, মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংবাদিক অ্যাড. রফিকুল ইসলাম ও শাহ আলম সনিসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার পরিবহন ব্যবসায়ীর মধ্যে রয়েলের ৪৮টি বাস, পূর্বাশার ৪২টি বাস, চুয়াডাঙ্গা ডিলাক্সের ৮টি বাস ও জে আর ও দর্শনা ডিলাক্সের বাস ঢাকা, চট্রগ্রাম, সিলেট ও বরিশালে চলাচল করে। এছাড়া লোকাল বাস রয়েছে ১২৬টি।

Comments (0)
Add Comment