স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৪ জন নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল আরও ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে গতকাল সোমবার পূর্বের ৩২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ২৮ জনের নেগেটিভ হলেও ৪ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ ২৩ জন। গতকাল আরও ৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৫শ ৩১ জন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১১ জন, বাড়িতে আইসোলেশনে ছিলেন ৩৭ জন। গতকাল নতুন যে ৪ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এদের মধ্যে দুজন চুয়াডাঙ্গা জেলা সদরের, অপর দুজন আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার বাসিন্দা। চুয়াডাঙ্গা সদরের দুজনের একজন বিজিবি হাসপাতাল ও অপরজন কবরী রোডের বাসিন্দা বলে সূত্র জানিয়েছে। আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুরের একজন ও জীবননগরের সুটিয়ার বাসিন্দা একজন।
শীতে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপকতা পেতে পারে। ফলে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পুনঃ পুনঃ অনুরোধ জানানো হচ্ছে।