স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির অনির্দিষ্টকালের আদালত বর্জনের কারণে গত ১ মাসে ২০০ জন আসামি নতুন করে জেলা কারাগারে প্রবেশ করে ৬৬২ আসামি বর্তমানে বন্দি রয়েছে। গত ১৮ মার্চ জেলা কারাগারে বন্দির সংখ্যা ছিলো ৪৬২ জন। আদালতের কার্যক্রম বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে আসামিরা জামিন থেকে বঞ্চিত রয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. শওকত হোসেন জানান, জেলা কারাগারে বন্দির ধারণ ক্ষমতা ৩০০ জন। অথচ, বন্দির সংখ্যা দ্বিগুণের বেশী রয়েছে। আদালতের কার্যক্রম বন্ধ থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত: গত ১৮ মার্চ থেকে আইনজীবীদের সাথে জজকোর্টের বিচারক ও কর্মচারীদের মধ্যে বিরোধের কারণে আদালতের কার্যক্রম পরিচালনায় না হওয়ায় আসামিরা জামিন না পেয়ে জেলা কারাগারের বন্দি রয়েছেন।