স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে রুশিয়া খাতুন (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে রুশিয়া খাতুনের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। নিহত রুশিয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কিরণগাছী গ্রামের মাদারী মন্ডলের স্ত্রী। এর আগে রোববার সকালে মৃত অবস্থায় মরদেহ উদ্ধার করে স্থানীয় কুতুবপুর পুলিশ ক্যাম্পের সদস্য।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, রুশিয়া খাতুন দীর্ঘদিন যাবত কিডনি, আলসারসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। একাধিক চিকিৎসকের শরণাপন্ন হলেও ক্রমেই আরও অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে শনিবার দিবাগত রাতের যে কোনো সময় সবার অগোচরে বিষপান করেন। সকালে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে কুতুবপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহত রুশিয়া খাতুনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, প্রাথমিক তদন্তে কোন কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।