স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অসহায় ও দরিদ্রদের নারী ও পুরুষেদের জন্য রমাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে এই আয়োজন করে চুয়াডাঙ্গা ডেভলপমেন্ট ফোরাম। এসময় অনুষ্ঠানটি সভাপত্বিত করেন চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। আনুষ্ঠানিকভাবে ১০০ নারী-পুরুষদের মাঝে পবিত্র রমজানের মাসের রমাদান প্যাকেজ তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক আব্দুর রহিম ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস মিল্টু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের স্বেচ্ছাসেবক রাতুল হাসান, আহসান সাকিব, আব্দুল্লাহ, আবু সাইদ, ইমন।