স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবি ছাত্রদের মধ্যে অর্থসহ কোরআন উপহার প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া। তিনি বলেন, আল-কোরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক। কোরআনের আলোকে আমাদের ব্যক্তিগত জীবন গঠনের পাশাপাশি আমাদের সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। নিজেদেরকে সৎ, দক্ষ ও চরিত্রবান ছাত্র হিসেবে গঠন করে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজে সকলের নিকট আইডল হতে হবে। তিনি আরও বলেন, সারা পৃথিবীতে মুসলমানরা সংখ্যায় অধিক হলেও নির্যাতিত হচ্ছে কারণ তারা তাদের পরিচয় ভুলে গেছে। এইজন্য মুসলমানরা বর্তমানে সংকটের মধ্যে পড়ে গেছে। আমরা যদি কোরআনের জ্ঞান পুরোপুরি চর্চা করি, এই জ্ঞান ধারণ করি এবং সর্বক্ষেত্রে প্রয়োগ করি তাহলে নিজেকে খলিফা পরিচয় দিতে পারবো। প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জেলা আমির রুহুল আমিন। তিনি বলেন, তুমি চিকিৎসক হবে, তুমি প্রকৌশলী হবে, তুমি শিক্ষক হবে, তুমি আইনজীবী হবে, তুমি যে পেশায় গ্রহণ করো তোমাকে কোরআন হাদিস পড়তে হবে। তোমাকে মুত্তাকি হতে হবে। চুয়াডাঙ্গার ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও সাবেক ইসলামী বিশ^^বিদ্যালয় শাখা সভাপতি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড.এ কে এম সাইফুর রশীদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শফিকুল ইসলাম, ইংরেজি বিভাগীয় প্রধান রোকনুজ্জামান, ইতিহাস বিভাগীয় প্রধান দেলোওয়ার হোসেন ও বাংলা বিভাগের প্রভাসক আবু বকর সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী ও জেলা প্রশিক্ষণ সম্পাদক মোতালেব হোসেন। অনুষ্ঠানে ৩শ’ ছাত্রদের মধ্যে অর্থসহ কোরআন, টুপি ও ছাত্রশিবিরের পরিচিতি বিতরণ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।