চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামের যোগদান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করেছেন মো. রিয়াজুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। মো. রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে ২০১০ সালের ১ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি  খুলনার আড়ংঘাটা থানাধীন গাইপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মো. রিয়াজুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বভার গ্রহণ করে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীর, ডিবি ওসি ফেরদৌস ওয়াহিদ, ডিএসবি পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ইনচার্জ শেখ মাহাবুব প্রমুখ।

Comments (0)
Add Comment