স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রির দায়ে দুটি দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে জেলা শহরের ফেরিঘাট রোডের মেসার্স দেওয়ান স্টোরকে তিন হাজার ও নিচের বাজারের লাভলু স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল আলম ও নুর পেয়ারা বেগম দুটি দোকানে এ জরিমানা করেন। জেলায় ভোজ্য তেলের সঙ্কট তৈরি না করতে ও নায্য মূল্যে বিক্রি করতে ব্যবসায়ীদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা বাজার বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।