করোনাভাইরাসে আক্রান্ত আলমডাঙ্গার ইতালি ফেরত যুবক ভাইরাসমুক্ত হয়েছেন। বাড়ি ফেরার জন্য মঙ্গলবার বিকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই হাসপাতালে থাকা তার বাবাও কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান মাথাভাঙ্গাকে জানান, ১২ মার্চ ওই যুবক ইতালি থেকে দেশে ফেরেন। অসুস্থ হয়ে পড়লে ১৬ মার্চ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। ১৯ মার্চ পরীক্ষা করা হলে তার করোনাভাইরাস ধরা পড়ে। ২৬ বছর বয়সী ওই যুবকের বাবার নমুনাও পরীক্ষা করা হয়। তিনি করোনা আক্রান্ত নন বলে স্বাস্থ্য বিভাগ জানায়।