চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী ফারুক বিশ্বাস আর নেই

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ফারুক হোসেন বিশ^াস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত পরশু বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফারুক হোসেন বিশ^াস (৫৯) যুগিরহুদা মিলপাড়ার মৃত ইসমাইল হোসেন বিশ্বাসের ছেলে এবং সরোজগঞ্জ বাজারের সোনালী ব্যাংকের মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী। পারিবারিক সূত্রে জানা গেছে, ফারুক হোসেন বিশ^াস গত বৃহস্পতিবার রাতে বুকে ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার দুপুরে যুগিরহুদা মিলপাড়া মাদরাসা মাঠে জানাজা শেষে মিলপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।