সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ১০টায় সরোজগঞ্জ জামে মসজিদ মার্কেটের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আমাদের নিজেদের মধ্যে রোগ সম্পর্কে ধারণা সৃষ্টি না হলে রোগ প্রতিরোধ করা সম্ভব হবে না। নিজেদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি হলে অনেক জীবন রক্ষা পাবে। তিনি আরও বলেন, শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করলে ছোঁয়াছে রোগ করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, মাস্ক বিহীন মালামাল বিক্রি-ক্রয় বন্ধ করে দেখবেন ক্রেতা বিক্রেতারা মাস্ক পরিধান করে মালামাল ক্রয় বিক্রয় করবে। এছাড়া যাদের মাস্ক কেনার সমর্থন নেই তা ইউনিয়ন পরিষদ থেকে বিনামূল্যে নিতে পারবেন। তার ব্যবস্থা আমরা করে দিবো। এছাড়া মসজিদের ঈমান ও পরিচালনা কমিটির তা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের ব্যবস্থা করবেন। তাছাড়া শিশু ও বস্কয়দের মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ করলে ভালো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, সদর উপজেলা সহকারী কমিসনার (ভূমি) ইসরাত জাহান, এনডিসি আমজাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, শাহিদুল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলি আহাম্মদ হাসানুজ্জামান মানিক, সহসভাপতি শাফকুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক জহুরুল আলম জবির, নির্বাহী সদস্য আক্কাচ আলী, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাজু, ইউপি সচিব হাফিজুর রহমান, কুতুবপুর ইউপি সচিব মোশারফ হোসেন প্রমুখ।