সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে সরোজগঞ্জ শলক মার্কেটের সামনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল প্রকার অপরাধ দূর করতে পুলিশের পাশাপাশি সকলের অংশগ্রহণ প্রয়োজন। আর সেটা হলো অপরাধ চোখে পাড়ার সাথে সাথে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা, অপনাদের তথ্য সমাজ থেকে অনেক অপরাধ কমে যাবে। তিনি আরও বলেন, মাদককে জেলা থেকে জিরো টলারেন্সে আনতে পুলিশের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা করবো। প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে খেয়াল রাখতে হবে। ইভটিজারদের ধরতে পুলিশের সাদা পোশাকে বিভিন্ন বিদ্যালয়ের সামনে অবস্থান নিতে নির্দেশ দেয়া আছে, গোপনে পুলিশ সদস্যরা এ কাজটা করছে। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। বিশ্বের মডেল দেশ হিসাবে তুলে ধরতে হলে অন্যায় অপরাধ জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। আর এসব কাজ পুলিশের একার পক্ষে সম্ভব নয়, আপনারা পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমরা আপনাদের পাশে থেকে ভালো পরিবেশ সৃষ্টি করতে পারবো। সকল সেবা নিতে আমার দরজা সব সময় খোলা, আপনরা সকল সময় বাধাহীনভাবে কথা বলতে পারবেন। যদি কেও আমার অফিসে ঢুকতে বাধা দেয় তাহলে জোরে জোরে কথা বলবেন আমি সেটা শুনতে চাই। আপনাদের কথা মতো আপনারা পুলিশের সামনে থেকে সহযোগিতার করার কথা বলেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানায় যে, আপনারা পুলিশকে এই ভাবে সহযোগিতার কথা বলেছেন। তিনি আরও বলেন, সরোজগঞ্জ চুয়াডাঙ্গা জেলার অন্যতম বাজার, সেই বাজারের পুলিশ সব সময় আপনাদের পাশে থাকবে। পুলিশ সদস্যদের বিষয়ে বলেন, আপনারা সকলের সাথে মিশে থাকলে চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা ভালো থাকবে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাশ, ডিআইও ওয়ান ওসি শফিকুল ইসলাম, ওসি অপারেশন হোসেন আলি, মামুন হাওলাদার, আব্দুল মালেক, আমিন মাস্টার, সাইফুল ইসলাম, সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ এসআই শহিদুল ইসলাম, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ আজগর ফরাজী, শম্ভুনগর ক্যাম্প ইনচার্জ রেজা, এসআই মহাদেব, নাসির উদ্দিন, হাজি বজলুর রহমান, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মাসুম বিল্লাহ, আব্দুর রহমান সব্দুল, হাজি ওলিউল্লাহ, আলাউদ্দিন মেম্বার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর থানার সেকেন্ড অফিসার শ্রীবাস কু-ু।