সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জে পার্টনার প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিষয়ক উদ্যোক্তাদের ১২দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক অমিদুল হাসান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক শহিদুল ইসলাম, নার্সারি প্রশিক্ষক ও পরিচালক ফার্মাস হাব মখলেচুর রহমান, জনতা ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণের ট্রেনিং এন্ড সাপোর্ট সাভির্স’র প্রজেক্ট ম্যানেজার কৃষিবীদ মীর মোহাম্মদ আব্দুল মান্নান, ট্রেনিং কো-অর্ডিনেটর হাবিবুর রহমান, সহকারী প্রজেক্ট ম্যানেজার নাসরিন সুলতানা, মারজিয়া হক টুম্পা প্রমুখ। উল্লেখ্য, কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অংঙ্গ) শীর্ষক প্রকল্পের আওতায় গত ১৩ এপ্রিল সকালে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।