স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের শৈলমারীতে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে শৈলমারী দক্ষিণপাড়া কবরস্থান কমিটির উদ্যোগে অনুষ্ঠিত তাফসির মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে সকল ধর্মপ্রাণ মুসলিমদেও ঐক্যবন্ধভাবে এগিয়ে আসতে হবে। সকল সৎকাজে সহযোগিতা করতে হবে। ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বির্নিমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রমান করতে সক্ষম হয়েছে এই দেশের মাটি ও মানুষ জামায়াতে ইসলামের কাছে নিরাপদ। সকল অপশক্তির চক্রান্ত মোকাবেলা করে একটি সুখী সমৃদ্ধ ন্যায় ও ইনসাফ এর বাংলাদেশ গড়তে সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, দর্শনা থানা আমির মাও. রেজাউল হক, চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, জেলা কৃষিজীবি শ্রমিক ইউনিটের সাধারণ সম্পাদক আবুল কালাম। প্রধান তাফসির কারক হিসাবে তাফসির করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও নাসির ইকবাল বিন শাফি (ঢাকা), বিশেষ বক্তা হিসাবে তাফসির করেন মাও. এস এম বায়েজিদ হুসাইন দর্শনা। সভাপতিত্ব করেন বাবুল আক্তার বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন, বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোশারফ হোসেন, বেগমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম মাস্টার, নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির লিটন মল্লিক, তিতুদহ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহাবুব আলমসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।