গড়াইটুপি প্রতিনিধি: বাংলাদেশের অতি বিপন্ন প্রাণি মেছোবিড়াল। বাঘের জাত বলে আমাদের চুয়াডাঙ্গা জেলাসহ আশেপাশে জেলার কিছু মানুষ মেছোবাঘ বা বাঘডাশা বলে একে নিধন করে চলেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে একটি মেছোবিড়াল উদ্ধার করে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন। এর আগে দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী রাঙ্গিয়ারপোতা বেলে মাঠে আহত অবস্থায় দেখতে পান। পরে গ্রামের কিছু যুবকদের সাথে নিয়ে বেলে মাঠ থেকে মেছোবিড়ালটি উদ্ধার করে নিজের বাড়িতে রাখেন। পরে পরিবেশবাদী সংগঠন মানবতার জন্য কে খবর দেন। সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলু এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহিন সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাকে উদ্ধার করে সম্পাদকের বাড়ি নিয়ে এসে রেজিস্টার প্রাণিচিকিৎসক শাওন হাসনাতের পরামর্শ অনুযায়ী পল্লী প্রাণি চিকিৎসক মান্নান প্রাথমিক সেবা দান করেন। সংগঠনের সভাপতি আহসান হাবীব বলেন, এই প্রাণি কৃষকের বন্ধু ক্ষতিকর ইঁদুর খেয়ে ফসল সুরক্ষা করে, জলাশয়ের দূষন রোধ করে। তাই এ প্রজাতিটিকে আমাদের সংরক্ষণ করতে হবে। তিনি দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আহম্মদ আলীকে বিশেষ ধন্যবাদ জানান। মূলত তার কারণে মেছোবিড়ালটি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মুনিয়া আক্তার, সজীব, আবির, নিশান, ইমন এবং সংগঠনের সদস্য জিসান শেখসহ গ্রামের সুধীজন।