চুয়াডাঙ্গার মোহাম্মদ শপিং কমপ্লেক্সের নবনির্বাচিত কমিটির পরিচিতসভায় এডিশনাল এসপি

কোনো রকম অনৈতিক কাজ না হয় সেজন্য নজরদারিতে রাখবে পুলিশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মোহাম্মদ শপিং কমপ্লেক্সের নব-নির্বাচিত ব্যবসায়ী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চুয়াডাঙ্গা মোহাম্মদী শপিং কমপ্লেক্সে এ সভার আয়োজন করে চুয়াডাঙ্গা মোহাম্মদী শপিং কমপ্লেক্সের নব-নির্বাচিত ব্যবসায়ী কমিটি। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা মোহাম্মদী শপিং কমপ্লেক্সে নব-নির্বাচিত কমিটির সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোহাম্মদী শপিং কমপ্লেক্সে ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে এই কমপ্লেক্সে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাজ করবে। চুয়াডাঙ্গায় বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই বেড়ে যাচ্ছে। তাই এদিক থেকে চুরি ছিনতাই বন্ধ করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। মোহাম্মদী শপিং কমপ্লেক্সের সকল ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবেন। এই কমপ্লেক্সের সকল ব্যবসায়ীরা একে ওপরের পাশে থেকে ব্যবসা করবেন এটাই আহ্বান সকল ব্যবসায়ীর প্রতি। কমপ্লেক্সে যাতে কোনরকম অনৈতিক কাজ না হয় সেজন্য পুলিশ নজরদারিতে রাখবে। পরিচিতি সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মোহাম্মদ আব্দুল মোতালেব। এরপর সভায় অতিথিদের নব-নির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা পরিচিতি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। চুয়াডাঙ্গা মোহাম্মদী শপিং কমপ্লেক্স প্রতিষ্ঠাতা প্রয়াত মহিদুল হক জোয়ার্দ্দারের সম্মাননা ক্রেস্ট অতিথিদের কাছ থেকে গ্রহণ করেন তার সহধর্মিণী। এরপর উপস্থিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় নব-নির্বাচিত কমিটি পক্ষ থেকে। সভায় চুয়াডাঙ্গা মোহাম্মদী শপিং কমপ্লেক্সে কমিটির মানপত্র পাঠ করেন নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. আহসান আলী। এ সময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান, নব-নির্বাচিত কমিটির সদস্য ও ব্যবসায়ীরা। সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।