চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন পরিষদে টিসিবি স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়ন পরিষদে টিসিবি স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। টিসিবি পণ্য বিতরণের ৪দিন পর স্মার্ট কার্ড বিতরণ নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনা। গতকাল রোববার মোমিনপুর বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শিখন অভিযোগ করে বলেন, গতমাসে মোমিনপুর ইউনিয়ন পরিষদে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করে। গত ২৭ ফেব্রুয়ারি টিসিবি পণ্য বিতরণ করে। টিসিবি বিতরণের ৪দিন পরর রোববার বিকালে চৌকিদার দিয়ে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করতে দেখা যায়। এই কার্ডগুলো কোথায় ছিল? ও টিসিবি মালামাল বিতরণের ৫দিন পর কেন ১৪৮টি স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে? তিনি অভিযোগ করে আরও বলেন, ইউনিয়ন পরিষদে মোট এক হাজার ৭৫০ টিসিবি কার্ড রয়েছে। অনলাইন হয়েছে ৬০৯টি, ৪৬১টি কার্ড বিতরণ করা হলো কিন্তু বাকি ১৪৮ কার্ড এখন কেন বিতরণ করা হচ্ছে। স্মার্ট কার্ড টিসিবি পণ্য আত্মসাৎ করার জন্য কার্ড বিতরণ করা হয়নি বলে অভিযোগে আরও বলেন, টিসিবির অনিয়মের অভিযোগ তুলে গত শনিবার মোমিনপুর ইউনিয়ন যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করার কারণে নিজেদের দোষ ঢাকতে তড়িঘটি করে এই কার্ড বিতরণ করা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত দাবি করে সংষিøষ্ট কর্তৃপক্ষে সুদৃষ্টি কামনা করেছে। এ সময় উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম ঝন্টু, লেলটু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মালিক, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি নেতা টগর, জীবন, রানা, হামিদুল, সাকিল, শিলন প্রমুখ। এ ব্যাপারে জানতে চাইলে মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) আসাদুল হক বলেন, গত কয়েকদিন ধরে স্মার্ট কার্ড বিতরণ করে গত বৃহস্পতিবার পণ্য বিতরণ করা হয়। মাঝে দুইদিন শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় টিসিবির অনেক ভোক্তাকার্ড ও টিসিবি পণ্য নিতে আসেনি। তাই তাদের কার্ড বাড়িতে পৌছে দেয়া হচ্ছে। অনিয়মের অভিযোগ মিথ্যা।