চুয়াডাঙ্গার মুসলিমপাড়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সুজাউদ্দীন আটক

চুয়াডাঙ্গার মুসলিমপাড়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সুজাউদ্দীন আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মুসলিমপাড়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একই এলাকার মধ্যবয়সী সুজাউদ্দীনকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে বাড়ির অদূরে লিচুবাগানে নিয়ে ওই শিশুকে ধর্ষণের অপচেষ্টা চালান সুজা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সুজাউদ্দীনকে আটক করে পুলিশ।

জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির পাশেই খেলা করছিলো মুসলিমপাড়ার ৯ বছর বয়সী দরিদ্র স্কুলছাত্রী। এসময় প্রতিবেশী মৃত দাউদ হোসেনের ছেলে সুজাউদ্দীন (৪৫) তাকে ফুঁসলিয়ে পার্শ্ববর্তী লিচুবাগানে নিয়ে যায়। মাঠে ঘাস কাটতে যাওয়া নানীর কাছে নিয়ে যাওয়ার কথা বলে ওই শিশুকে নির্জন লিচুবাগানে নিয়ে যায় সুজা। সুযোগ বুঝে ওই স্কুলছাত্রীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। সুজাউদ্দীনকে বাধা দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে চিৎকার চেঁচামেচি শুরু করে ওই শিশু স্কুলছাত্রী। এসময় তাকে রেখে পালিয়ে যায় সুজাউদ্দীন। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সবাইকে জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন বিষয়টি মিমাংসার চেষ্টা করে। স্কুলছাত্রীর পরিবারের লোকজন রাজী না হওয়ায় তা ভেস্তে যায়। গতকাল বৃহস্পতিবার ওই স্কুলছাত্রীর মামা চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গতকালই অভিযুক্ত সুজাউদ্দীনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর বলেন, ধর্ষণ অপচেষ্টার ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Comments (0)
Add Comment