চুয়াডাঙ্গার মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে প্রীতিভোজের আয়োজন

লাবলু রহমান: চুয়াডাঙ্গার মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তিতুদহ ইউনিয়ন ও গড়াইটুপি ইউনিয়নের অর্ধশত এতিম বাচ্চাদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে দুই ইউনিয়নের ৪টি মাদরাসাসহ বিভিন্ন জায়গার অর্ধশত এতিম বাচ্চারা এতে অংশগ্রণ করে। এমন আয়োজন করতে পেরে শুকরিয়া জানান বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ প্রভাষক ও মানবতার জন্য সংগঠনের সভাপতি আহসান হাবিব শিপলু। তিনি বলেন, যে কোন মহতি কাজের সাথে থাকতে পারলে আমরা আনন্দ পায়। আর এই ছোট ছোট বাচ্চাদের মুখের হাসির জন্য আমাদের কার্যক্রম সার্থক হয়। আমরা চাই সমাজের এতিম, অসহায়, বঞ্চিত মানুষের কল্যাণে শুধুমাত্র মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনই নয় সমাজের সকল বিত্তবান মানুষের এতিম অসহায় দুস্থদের জন্য সাহায্যের হাত বাড়াতে হবে। আমরা আগামীতেও অসহায়দের পাশে বৃহৎ পরিসরে দাঁড়াতে পারবো বলে আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও ৬২নং আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহিন সরকার, মানবতার স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান, অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক সুলতান সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান লাবু, সদস্য নাসিম, আবরার ফাইয়াজ, রুরেল, রাজন, অনিক প্রমুখ।