চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দীননাথপুর গ্রামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাখালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মহসিন আলী। সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসাইন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম রসুল, মাখালডাঙ্গা ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান ও মো. মাসুম বিল্লাহ হাওলাদার। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়-নীতির সংগঠন। এটি ধর্ম নিয়ে রাজনীতি করে না বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে। তিনি বলেন, ‘ন্যায়বিচার, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশ হবে সোনার দেশ, চাঁদাবাজ মুক্ত দেশ, ধনী-গরিবের বৈষম্য থাকবে না, সবাই সমান সুযোগ-সুবিধা পাবে।’ ইফতার মাহফিলে শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।