চুয়াডাঙ্গার মনিরামপুরের রাহুলের তিন মাসের কারাদণ্ড

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় রাহুল আলী নামের একজনকে গাঁজাসহ আটকের পর কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার আলুকদিয়া মনিরামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদ- প্রদান করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। সাজাপ্রাপ্ত রাহুল আলী (২০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া মনিরামপুর গ্রামের মোল্লাপাড়ার দিলদার হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আলুকদিয়ার মনিরামপুর গ্রামে অভিযান চালান। অভিযানকালে মনিরামপুর গ্রামের মোল্লা পাড়ার রাহুল আলীকে ৫০ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদ- ও একশ টাকা জরিমানা করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত রাহুলকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment