পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার বড়শলুয়ায় পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেছে হালিমা খাতুন নামের দুই সন্তানের জননী। তার স্বামী সোহানের অভিযোগ নগদ টাকা ও গয়নাগাটি নিয়ে তার স্ত্রী হালিমা পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে। ঘটনার তিনমাস পর তার বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করা হয়েছে। শাহীন হোসেন সোহান তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের সাহেব আলীর ছেলে।
জানা গেছে, সাত বছর আগে সোহানের সাথে বিয়ে হয় হালিমার। দাম্পত্য জীবনে তাদের রয়েছে দুই সন্তান। এরই মধ্যে পার্শ্ববর্তী তিতুদহ ইউনিয়নের চাঁদপুর গ্রামের গরু ব্যবসায়ী টিটুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন হালিমা খাতুন। প্রায় ৬ মাস আগে টিপুর সাথে ঘর বাধার স্বপ্ন নিয়ে নিরুদ্দেশ হন হালিমা। সাথে নিয়েছে তাদের ছেলে-মেয়ে। সোহান জানান, আমার স্ত্রীর নাম হালিমা খাতুন মোবাইল ফোনের মাধ্যমে টিটুর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। আমি বিষয়টি জানতে পেরে অনেক বার নিষেধ করলেও তা কথা বন্ধ করতে পারিনি। ৬ মাস আগে আমার স্ত্রী হালিমা খাতুন তার বাবার বাড়িতে বেড়ানোর নাম করে টিটুর সাথে অজানার উদ্দেশে পাড়ি দেয়। আমি বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি আমার স্ত্রীসহ ছেলে-মেয়ের জন্য। কোথাও সন্ধান পায় না তাদের, হালিমা যাওয়ার সময় আমার গরু বেচা নগদ ৭০ হাজার টাকা ও গয়না নিয়ে যায়।
এ বিষয়ে আমি দর্শনা থানায় একটি অভিযোগও করেছি। তিন মাস পরে হঠাৎ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে যৌতুক মামলা দায়ের করে আমার স্ত্রী। হালিমা টিটুর সাথে বিয়ে করে সংসার করছে। আমার একটাই দাবি আমার সন্তান দুটি আমার কাছে ফিরিয়ে দিক, আমি পাগলের মতো খুঁজে চলেছি সন্তানের জন্য।