চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন টোটন জোয়ার্দ্দার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দৃঢ় গতিতে এগিয়ে চলছে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে পথসভা ও গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত এ পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, আজাদুল ইসলাম আজাদ, রাসেদুজ্জামান বাকী, শেখ সেলিম, টুটুল, ২নং ওয়ার্ড সভাপতি মো. আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আবুল কালাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রমজান আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ললিত কুমার দাস, জাবেদ, আজাদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বিট্টু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক পলাশ শাহ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কিশোর কুন্ডু, দয়াল, লেবু, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পিন্টু, মুকুল, আলামিন, শরিফ, বোরহান, খাইরুল, হাসান, আকুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। পথসভা ও গণসংযোগকালে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, জাতির জনকের মার্কা, বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা, জননেত্রী শেখ হাসিনার মার্কা, স্বাধীনতার মার্কা, উন্নয়নের মার্কা হচ্ছে নৌকা। যদি আওয়ামী লীগ করে থাকেন, দলকে ভালোবেসে থাকেন, তাহলে তার মার্কা হবে নৌকা। নৌকার বিরোধীতা করবেন আর মুখে আওয়ামী লীগের সেøাগান দিবেন তা হতে পারে না। যদি এটা কেউ করে থাকেন, তাহলে এখনও সময় আছে সংশোধন হয়ে যান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার অনুরোধ রাখছি। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দৃঢ় গতিতে এগিয়ে চলছে। মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মানেই উন্নয়ন।