নেতাকর্মীরা জনসাধারণের কাছে নির্বাচন বর্জনের আহ্বান
স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এবং সরকারের পদত্যাগের দাবিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ভালাইপুর বাজার থেকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণ শুরু করে। এরপর আলমডাঙ্গার চিৎলা, খাদিমপুর, গাংনী, ভাংবাড়িয়া, হারদী, কুমারী ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামের মোড়ে মোড়ে দুপুর পর্যন্ত জেলা বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা জনসাধারণের কাছে নির্বাচন বর্জনের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক আমানুল্লাহ আমান, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, পৌর ছাত্রদলের নেতা সাহারু, চিৎলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন আলী, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক লালন আলী, গাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনাল হক, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, হারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তাজুল মাস্টার। এছাড়াও যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন।